অবৈধভাবে বসবাসের দায়ে পুনে থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার
অবৈধভাবে বসবাসের দায়ে পুনে থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার
ভারত মহারাষ্ট্রের পুনে থেকে অবৈধভাবে বসবাসের অভিযোগে ২১ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। দেশটির অ্যান্টি টেরোরিজম স্কোয়াড (এটিএস) এবং রঞ্জনগাঁও এমআইডিসি পুলিশের যৌথ অভিযানে এই অনুপ্রবেশকারীদের আটক করা হয়।
বুধবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, কিছু বাংলাদেশি নাগরিক রঞ্জনগাঁও এমআইডিসির পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে পুনের গ্রামীণ এসপি পঙ্কজ দেশমুখের নেতৃত্বে যৌথ দলটি তল্লাশি অভিযান চালায়। অভিযানের সময় ১৫ জন পুরুষ, ৪ জন নারী এবং ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করা হয়।
পুলিশের মতে, অভিযুক্তরা ভারতে তাদের অবস্থান দীর্ঘায়িত করার জন্য জাল আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার পরিচয়পত্র সংগ্রহ করেছিল। তারা কোনো বৈধ পাসপোর্ট কাগজপত্র ছাড়াই সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিল।
এসপি দেশমুখ জানান, ২১ জন অভিযুক্তের মধ্যে ৯ জনের কাছে জাল আধার কার্ড ও প্যান কার্ড এবং ১ জনের কাছে জাল ভোটার আইডি কার্ড পাওয়া গেছে। অভিযুক্তরা সীমান্ত দিয়ে প্রবেশ করে নিয়মিত শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া ২১ জনকে আদালতে তোলা হলে তাদের ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের মতে, অভিযুক্তরা ছয় মাস থেকে এক বছর ধরে এলাকায় অবস্থান করছিলেন।
এর আগে, গত মঙ্গলবার অবৈধভাবে বসবাসের অভিযোগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রানিতলা থানার সাহেবনগর সীমান্ত এলাকা থেকে ৪১ বাংলাদেশিকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৪০ জন রাজশাহী জেলার বাসিন্দা এবং বাকি একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
মুর্শিদাবাদ জেলা পুলিশের এক শীর্ষকর্তা জানান, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের কোথাও একসঙ্গে এত বিদেশী নাগরিক ধরা পড়েনি।
পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশের কথা স্বীকার করেছেন এবং তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই।