অসাধু ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : অর্থমন্ত্রী
![news-image](https://www.ajker-cumilla.com/wp-content/uploads/2019/02/image-10388-1544808622-5c3230cc33f2f.jpg)
ডেক্স রিপোর্টঃ
অসাধু ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক খাতের রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী।
খেলাপি ঋণ নিয়ে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ব্যাংকারদের বুঝে শুনে ঋণ দিতে হবে। কোনোভাবেই যাতে ঋণ খেলাপি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
এ সময় ব্যবসায়ীদেরকে ব্যাংকবান্ধব হওয়ারও পরামর্শ দেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান ও ব্যাংকটির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।