অসুস্থ, খোকন এর পাশে শাহনূর!
বিনােদন ডেস্ক: পত্রিকায় বারবার ফলোআপ। মাত্র বছর কয়েক আগেও যে মানুষটি দাপটের সাথে চলচ্চিত্রে কাজ করেছেন, আজ শরীর আর অসুখের যুদ্ধে বড়ই কাতর। বুঝতেই পারছেন বরেণ্য নির্মাতা শহীদুল ইসলাম খোকনের কথাই বলা হচ্ছে। বিচ্ছিন্নভাবে কেউ কেউ হয়তো তার সাথে দেখা করতে যাচ্ছেন। গত পরশু দেখা করতে যান চিত্রনায়িকা শাহনূর।
শাহনূর অসুস্থ নির্মাতার সাথে প্রায় সময়ই দেখা করতে যান। এবারে দেখা করতে গিয়ে জানালেন, ‘খামাখা সুস্থ হয়ে যাবেন আপনি-এমন শান্তনা আর দিতে ইচ্ছে করে না। কারণ দীর্ঘদিন মানুষটা কি অমানুসিক কষ্ট পেয়ে যাচ্ছেন।
কথা বলার জন্য তার ভেতরে যে আকুতি, অথচ কথা বলতে পারছেন না। আমি খোকন ভাইয়ের নির্মাণে কোনো ছবিতেই কাজ করিনি। কষ্টটা এখানেই যে, খোকন ভাই যাদের তারকা হিসেবে তৈরি করেছেন তাদেরকে তেমন একটা দেখা যায় না। অথচ পরিচিত কেউ এলে খোকন ভাই কতই না খুশি হন। সবাই তার জন্য প্রার্থনা করবেন।’