মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক কাজ করছে পুলিশ -চৌদ্দগ্রামে এসপি শাহ আবিদ হোসাইন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৩০, ২০১৭
news-image

মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রাম ঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসাইন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পূজামন্ডপ পরিদর্শন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শাহ আবিদ হোসাইন বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে, সেজন্য পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক পাহারা দিচ্ছে’।
বাজার পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি শ্রী নরেশ চন্দ্র বণিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের এএসপি মেহেদী হাসান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, চৌদ্দগ্রাম থানার ওসি তদন্ত শুভ রঞ্জন চাকমা, চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রমোদ রঞ্জন চক্রবর্তী, পৌর কাউন্সিলর আবদুল হালিম, কাজী বাবুল, বাজার পূজা উদযাপন কমিটির সেক্রেটারী শ্রী সুনীল বণিক, চান্দিশকরা দাশবাড়ি পূজা মন্ডপের সভাপতি শ্রী নান্টু দেবনাথ প্রমুখ।

আর পড়তে পারেন