শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী প্রজন্মকে দূষণমুক্ত নদী-খাল দেখাতে হবে: পানিসম্পদ উপদেষ্টা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১, ২০২৪
news-image

আগামী প্রজন্মকে দূষণমুক্ত নদী-খাল দেখাতে হবে: পানিসম্পদ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

পানিসম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান প্রজন্মের কাছে পরিষ্কার নদী বা খালের অভিজ্ঞতা নেই। তিনি বলেন, “আমরা আমাদের শৈশবে পরিষ্কার নদী দেখেছি বলে এখন নদীর অবস্থা দেখে দুঃখ পাই। কিন্তু আপনারা কখনো পরিষ্কার নদী দেখেননি, তাই বুঝতেও পারেন না এটি কীভাবে মানুষের কাজে আসে।”

১ নভেম্বর, শুক্রবার ঢাকায় রামপুরা-জিরানী খাল পরিচ্ছন্নকরণ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে রামপুরা ত্রিমোহিনী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় এ খাল পরিচ্ছন্নকরণ কর্মসূচির উদ্বোধন।

জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সারাদেশে ৬৪টি খাল-জলাশয় পরিচ্ছন্নকরণের অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “আজকে যে খালটি আপনারা পরিষ্কার করছেন, এটি যেন আগামীতেও পরিষ্কার থাকে, সেই দায়িত্ব আপনাদেরই নিতে হবে। ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে এই দায়িত্ব পালনে আপনাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

তিনি বলেন, “আজকের এই খাল পরিচ্ছন্নকরণ অভিযানে পানিসম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদফতর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ অনেক সংস্থার অংশগ্রহণ এ প্রমাণ করে যে সরকারের মধ্যে সমন্বয় রয়েছে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা আজকের কর্মসূচি থেকেই স্পষ্ট।”

পানি সম্পদ উপদেষ্টা আরো বলেন, “৬৪ জেলায় খাল পরিষ্কারের এই কর্মসূচি আজ থেকে শুরু হয়ে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। তবে এখানেই শেষ নয়। প্রতিটি খালকেন্দ্রিক স্থানীয় পর্যায়ে একটি কমিটি গঠন করা হবে, যারা খালগুলোতে পরিচ্ছন্নতার অবস্থা পর্যবেক্ষণ করবে ও নোংরা প্রতিরোধ করবে।”

আর পড়তে পারেন