সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্দোলনকারীদের ফেসবুক গ্রুপ আবরো হ্যাকড

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৬, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্ট :

সরকারী চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রায় ২৪ লাখ সদস্যের ফেসবুক গ্রুপ আবারো হ্যাকড হয়েছে।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে এ গ্রুপটি হ্যাকড হয়েছে।

মামুন বলেন, গতকাল রাত ১১টার দিকে আমাদের গ্রুপটি হ্যাকড হয়। হ্যাকাররা আমাদের অ্যাডমিনদের নামে বিভিন্ন পেইজ খুলেছে। সেখানে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। আমরা সাংবাদিকদের মাধ্যমে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। আমরা গ্রুপটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।

আগে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ‘কোটা সংস্কার চাই (সকল ধরনের চাকরির জন্য)’ গ্রুপটি হ্যাকড হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এটি উদ্ধার করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। কেউ যেন বিভ্রান্ত না হয় সেজন্য কেন্দ্রীয় কমিটি একে একে লাইভে এসে সেটি নিশ্চিত করেন।

ওই গ্রুপের মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের আন্দোলন সম্পর্কিত যোগাযোগ করতেন৷

আর পড়তে পারেন