‘আপাতত বাড়ছে না গ্যাসের দাম ’
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য ড. সেলিম মাহমুদ বলেছেন, ‘আপাতত গ্যাসের দাম বাড়ছে না। তবে বিভিন্ন বিতরণ সংস্থার দাম বৃদ্ধির প্রস্তাব মূল্যায়ন প্রক্রিয়া চলছে।’ আজ বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত বছর সেপ্টেম্বরে গ্যাসের দাম বাড়বে বলে আভাস দিয়েছিল বিইআরসি। এর পরই গণমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে ড. সেলিম মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান।
সবশেষ গ্যাসের দাম বেড়েছিল ২০১৫ সালে।উৎসঃ এনটিভি