শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না সাকিবের!

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩১, ২০২৪
news-image

আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না সাকিবের!

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ব্যস্ত রয়েছে। এই সিরিজের পর পরই টাইগাররা সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে। সাকিব আল হাসান এই সিরিজে খেলবেন কিনা তা নিয়ে বেশ আলোচনা চলছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আফগানদের বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা কম মনে করছেন।

বুধবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি প্রধান বলেন, “সাকিব যখন দেশে আসার চেষ্টা করছিল, তখন আসতে পারছিল না। তখন আমি তার সাথে ২-১ বার কথা বলেছি। প্র্যাকটিসেও সে খুব একটা নেই। আমার মনে হয় তার একটু সময় দরকার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।”

তিনি আরও বলেন, “যদি আফগানিস্তান সিরিজে না খেলতে পারে, তাহলে এই সময়ের মধ্যে সাকিব ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারেন। তার মানসিক অবস্থার কথা বিবেচনা করলে, টি-টেন লিগও রয়েছে; এখনও পারমিশন দিইনি, এনওসি দিলে খেলে ফেলবে। আমি বিশ্বাস করি, সাকিব এখনও ৫০ ওভারের ক্রিকেট ভালোভাবে খেলতে পারবে। সামনে খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। মনে হচ্ছে, এই ট্যুর সে মিস করবে।”

আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ৯ ও ১১ নভেম্বর।

আর পড়তে পারেন