রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আবারও রোনালদোর জোড়া গোল

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৩০, ২০২৪
news-image

আবারও রোনালদোর জোড়া গোল

ডেস্ক রিপোর্ট:

গেল ২৫ নভেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল ঘারাফার বিপক্ষে জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার পরের ম্যাচে, গতকাল শুক্রবার সৌদি প্রো লিগেও জোড়া গোল করে সবার নজর কাড়লেন তিনি। অসাধারণ নৈপুণ্যে ডামাকের বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছে আল নাসর।

কিংস সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন রোনালদো। পেনাল্টি থেকে গোলটি করেন আল নাসরের পর্তুগিজ তারকা। ডি-বক্সের মধ্যে আব্দেলকাদের বেদ্রানের ফাউল করার পর তাকে হলুদ কার্ড দেখান রেফারি।

৭৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। আল নাসর ২-০ গোলে এগিয়ে গেলে ডামাকের ম্যাচে ফিরে আসার সম্ভাবনা কমে যায়, কারণ তারা আগেই ১০ জনের দলে পরিণত হয়েছিল। একজন কম নিয়ে খেলা এবং আল নাসরের শক্তিশালী প্রতিরোধের সামনে বল গোলপোস্টে পাঠানো ছিল ডামাকের জন্য কঠিন কাজ।

ডামাক ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর চেষ্টা করেছিল এবং কিছুটা আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছিল। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। আল নাসরের তারকা মোহাম্মদ সিমাকানকে ফাউল করার পর লাল কার্ড পান ডামাকের ডিফেন্ডার আব্দেলকাদের বেদ্রান।

গতকালের ম্যাচে জোড়া গোল করে রোনালদো সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। এটি ছিল টানা তৃতীয় ম্যাচ যেখানে তিনি ম্যাচসেরা হয়েছেন। ২০২৪ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ২০ গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার।

এখন পর্যন্ত সৌদি প্রো লিগে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আল নাসর। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইতিহাদ এবং ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আল হিলাল।

আর পড়তে পারেন