আমরাই আগামী নির্বাচনে জিতব: কমলা হ্যারিস
আমরাই আগামী নির্বাচনে জিতব: কমলা হ্যারিস
যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। উইসকনসিনে একটি সমাবেশে দেওয়া বক্তব্যে হ্যারিস বলেছেন, “আমরাই আগামী নির্বাচনে জিতব।” তিনি তরুণ ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা করেন এবং তাদের নিয়ে গর্বিত বলেও উল্লেখ করেন।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প তার উইসকনসিনের সমাবেশে কমলা হ্যারিসকে ব্যাপক আক্রমণ করেন, তবে কমলা হ্যারিস দমে যাননি। তিনি উইসকনসিনে সমাবেশ করেছেন এবং বক্তব্যের শুরুতেই বলেন, “উইসকনসিন একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র; এখানে জয়ী হওয়া আবশ্যক।” তিনি উইসকনসিনবাসীর কাছে ভোট প্রার্থনা করেন।
তবে, হ্যারিসের বক্তব্যের সময় একজন প্রতিবাদকারী উচ্চস্বরে ‘সিজফায়ার নাউ’ বলে স্লোগান দিতে থাকেন, যা গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানায়। হ্যারিস তাকে উত্তরে বলেন, “আমরা সবাই চাই গাজার যুদ্ধ শেষ হোক।” এরপর তিনি উপস্থিত সমর্থকদের জানান, এই যুদ্ধ থামানোর জন্য তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন। এক পর্যায়ে তিনি প্রতিবাদকারীদের উদ্দেশ্যে বলেন, “আমাদের সবারই কথা বলার অধিকার আছে। কিন্তু এখন আমি কথা বলছি।” এই কথা শুনে উপস্থিত জনতা তারস্বরে চিৎকার করে সমর্থন জানায় এবং এক পর্যায়ে প্রতিবাদকারীরা শান্ত হয়ে যায়।
হ্যারিস এরপর তার সমর্থকদের আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আমরা জিতব।” তিনি ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে বর্ণনা করে বলেন, “ট্রাম্প নির্বাচিত হলে তিনি তার শত্রুদের তালিকা নিয়ে অফিসে প্রবেশ করবেন, কিন্তু আমি নির্বাচিত হলে করণীয় তালিকা নিয়ে কাজ শুরু করব।”
তিনি জানান, তার করণীয় তালিকার শীর্ষে রয়েছে জীবনযাত্রার খরচ কমানো। এছাড়াও, গর্ভপাত ও স্বাস্থ্যসেবার খাতে উন্নয়নের প্রতিশ্রুতি পূরণ করবেন বলেও উল্লেখ করেন। হ্যারিস বলেন, “একজন নারী তার শরীর সম্পর্কে কী সিদ্ধান্ত নেবেন, তা তার মৌলিক অধিকার, এবং সরকার তাকে তা বলতে পারবে না।”
তরুণ ভোটারদের উদ্দেশ্যে হ্যারিস বলেন, “আমি তোমাদের প্রজন্মকে ভালোবাসি। তোমরা পরিবর্তনের জন্য মুখিয়ে আছো এবং জলবায়ু সংকট নিয়ে সচেতন। তোমরাই আমাদের গ্রহ ও ভবিষ্যৎ রক্ষার নেতৃত্ব দিচ্ছ।”
তিনি উইসকনসিনের জনতাকে উদ্দেশ্য করে বলেন, “আপনার ভোট, আপনার কণ্ঠস্বর; এবং আপনার কণ্ঠস্বর, আপনার শক্তি।” উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এদিকে, ক্যালিফোর্নিয়ার সাবেক রিপাবলিকান গভর্নর আর্নল্ড শোয়ার্জনেগার ডেমোক্র্যাট প্রার্থী কমলা ও তার রানিং মেট গভর্নর টিম ওয়ালজকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।
সূত্র: বিবিসি ও রয়টার্স