রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমরা এ রায় প্রত্যাখান করছি : মির্জা ফখরুল

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১০, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

চাঞ্চল্যকর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা এ রায় প্রত্যাখান করছি। বিএনপি মনে করে এ রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।’

তিনি আজ বুধবার দুপুর ১টায় দলের নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এ রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো যে, এদেশে কোন নাগরিকের সঠিক বিচার পাওয়ার অধিকার নেই।’

উল্লেখ্য, চাঞ্চল্যকর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে আজ বুধবার। মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আর পড়তে পারেন