আমাদের সঙ্গে বিএনপির কোন বিরোধ নেই : চাঁদপুরে জামায়াতের নায়েবে আমির মু.তাহের

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুরের শাহরাস্তিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) শাহরাস্তি উপজেলা ও পৌরসভা জামায়াত ইসলামির আয়োজনে মেহের কালীবাড়ি বাজার মাঠে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নায়েবে আমীর বাংলাদেশ জামায়েত ইসলামী ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের সাবেক এমপি বলেন, আমি চার বছর জেলে ছিলাম। মুক্ত হয়ে একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ পেয়েছি। খুনি হাসিনা পেয়েছিল বাংলার ১৮ কোটি মানুষকে জিম্মি করে আজীবন মসনদে থাকবে। কিন্তু আল্লাহপাকের ফয়সালার তার পতন শেষে দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। তিনি আরো বলেন, জালিম সরকারের আন্দোলনের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিলেন। আজ সবার ঐক্য থাকা সময়ের দাবি। তাহলে সকল পক্ষের অংশগ্রহণের একটি সরকার জাতি উপহার পাবে। এছাড়া তিনি বিগত সরকারকে ইঙ্গিত করে বলেন জালিম সরকারের প্রধান শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিলাম, আর হয়ে গেছে দেশ ত্যাগ। তিনি বিএনপি প্রসঙ্গে বলেন, আমাদের সঙ্গে ওই দলের কোন বিরোধ নেই। আমরা ঐক্যের ভিত্তিতে আগামী দিনের রাজনীতি প্রতিষ্ঠিত করে একটি গরম মুখি সরকার জনগণকে উপহার দিতে চাই। তাহলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। সেজন্য তিনি আগামী দিনে জামায়াতে ইসলামকে ক্ষমতায় পাঠাবার জন্য জনগণকে অনুরোধ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মু. মোবারক হোসেন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য কুমিল্লা জেলা জামায়াতের আমীর নেতা কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাও: বিল্লাল হোসেন মিয়াজি, চাঁদপুর জেলা জামায়াতে সাবেক আমীর মাওঃ আঃ রহিম পাটওয়ারী।
শাহরাস্তি শহর জামায়াতের আমীর মাও: জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে অতিথি ও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা নায়েবে আমীর এড. মাসুদ ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওঃ বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক এড. মো: শাহজাহান, যুগ্ন সম্পাদক হারুনুর রশীদ ওসমানী, চাঁদপুর জেলা সহকারী সাধারন সম্পাদক মাওঃ মোঃ আবুল হোসাইন, সহকারী সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রদান, চাঁদপুর জেলা শহর আমীর মো: শাহ জাহান, শাহরাস্তি জামায়েতের আমীর মু. মোস্তফা কামাল, সাবেক শাহরাস্তি উপজেলা আমীর মাওঃ খলিলুর রহমান, শাহরাস্তি উপজেলা জামায়াতের নায়েবে আমীর বাদশা ফয়সাল, সেক্রেটারি মাঈনুল মিয়াজী, শাহরাস্তি জামায়াত নেতা মিডিয়া সেল বিভাগের প্রধান মোঃ শাহ আলম সহ জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতের কর্মী সমর্থকবৃন্দ।