রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইংল্যান্ডকে উড়িয়ে সেমিফাইনালে লঙ্কান যুবারা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৭, ২০১৬

sir
স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। আভিশকা ফার্নান্দোর চমৎকার ব্যাটিংয়ে ইংলিশদের ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে লঙ্কান যুবারা।

আগামী মঙ্গলবার মিরপুরে প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা।

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতে ১৮৪ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন কলাম টেলর।

শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিদু হাসারাঙ্গা ১০ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন। ১৬ রানে ২ উইকেট নেন আসিথা ফার্নান্দো।

জবাবে আভিশকা ফার্নান্দোর ৯৫ রানের অসাধারণ ইনিংসের সুবাদে ৮৬ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৯৬ বলে ১১টি চার ও এক ছক্কায় ৯৫ রানের ইনিংসটি সাজান ফার্নান্দো।
sirla
এ ছাড়া চারিথ আসালঙ্কা ৩৪ ও কাভিন বান্দারা ২২ রান করে দলের জয়ে অবদান রাখেন। ম্যাচসেরার পুরস্কার জেতেন আভিশকা ফার্নান্দো।

আর পড়তে পারেন