ইন্টারনেটে বিরাট-আনুশকাকে নিয়ে 'নোংরা' খেলা
বিনোদন ডেস্ক: সদ্য ব্রেক-আপ হয়েছে দু’জনের। মতের অমিল হতেই পারে। তাই হয়তো আলাদা আলাদা পথে হাঁটছেন বিরাট আর আনুশকা। কিন্তু তাঁদের এই সিদ্ধান্ত নিয়ে ইন্টারনেটে শুরু হয়েছে ‘নোংরা’ খেলা। দু’ জনের দু’টি আলাদ ছবি এডিট করে ইন্টারনেটে যা ট্রোল হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক।
‘ভোগ’ পত্রিকার জন্য ২০১৪ সালে আনুশকা একটি ফটোশ্যুট করেন। তার সঙ্গে বিরাটের ফ্লাইং মেশিন জিন্সের জন্য করা করা বিজ্ঞাপনের একটি ছবি মিশিয়ে এই আপত্তিজনক ছবি তৈরি করে ইন্টারনেটে আপলোড করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, যেন বিরাট আনুশকাকে লাথি মারছেন। সন্দেহ নেই গোটা ব্যাপারটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।
সূত্র: এই সময়