ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যাপকভাবে কাজ করতে হবে : কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকালে চাঁদপুর শহরের বিপনীবাগস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার সভাপতি ডাক্তার বেলাল হোসাইন এর সভাপতিত্বে উক্ত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহা. জয়নাল আবেদীন। তিনি তাঁর বক্তব্যের শুরুতেই কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান। এসময় প্রধান অতিথির হাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার অধীনে নবাগত ডাক্তার মোঃ ইমরান হোসেন খান (বাদশা) ও জাহাঙ্গীর আলম মিয়া নামে দু’জন দ্বীনি কর্মী দলে যোগদান করেন।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ মুহা. জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন, আমরা ইসলামী আন্দোলন আজ ৩৭ বছরে পদার্পন। আমরা একটি পরিনত বয়সে চলে এসেছি। আল্লাহর রহমতে সকল সংগঠন থেকে আমাদের আমির, আমাদের আদর্শ, আমাদের নীতি এবং আমাদের কর্মপরিকল্পনা সকল সংগঠন থেকে ইনশাআল্লাহ এগিয়ে। তিনি বলেন, চাঁদপুর সদর উপজেলা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। আর এজন্য আপনাদের প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনাদেরকে আরো ব্যাপক কাজ করতে হবে। কর্মী বাড়াতে হবে। আপনাদের নিজেদের পরিচিত ব্যক্তির মাঝে ও প্রত্যেক ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে।
এসময় তিনি সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা কর্মী রয়েছেন আপনারা শতভাগ নিশ্চিতসহ কাজ করতে হবে। তাহলেই কর্মী বাড়বে এবং ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য পথ সুগম হবে বলে তিনি উল্লেখ করেন। আমাদের সন্তান আছে, সংসার আছে এবং পরিবার আছে। এই তিনটার পরে আমাদের সংগঠন আছে। তাই সংগঠনের প্রতিও আপনার নজর রাখতে হবে। আপনার আশেপাশের লোকজনের সাথে ভালো ব্যবহার করতে হবে। সংগঠনের দাওয়াত দিতে হবে। ইসলামের জন্য কাজ করতে হবে বলে তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করেন।
বক্তব্য শেষে প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলন এর নবাগত কমিটি ঘোষনা করেন এবং এরা হলেন- সভাপতি ডাক্তার বেলাল হোসাইন, সহ সভাপতি মাওঃ আবুল হাসানাত, মাওঃ কাওছার আহমেদ, মোঃ অজিউল্লা সরকার, সেক্রেটারী মাওঃ মজিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ আল-আমিন, এসিস্টেন্ট সেক্রেটারী মোঃ মাসুদ আলম, সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ ফরহাদ হোসাইন, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক হাফেজ মনির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মাইনুউদ্দিন দেওয়ান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আঃ রব তফাদার, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি ইসমাইল হোসেন, আইন ও মানবধিকার বিষয়ক সম্পাদক হাফেজ মাওঃ ওমায়ের হোসাইন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আজহারুল ইসলাম স্বপন, মহিলা ও পরিবার কল্যান সম্পাদক মাওঃ নূরে আলম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ জাকির হোসেন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হোসেন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ গাজি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওঃ মুস্তাফিজুর রহমান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ হারুনূর রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ আহছান হাবীব, সহ প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক হাফেজ মাওঃ শফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মাওঃ আবু জাফর, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওঃ ইছহাক হোসাইন, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওঃ মোঃ সাদেক হোসেন, সদস্য-মোঃ নাছির খান, মাওঃ মোঃ ছাব্বির ওসমানী, মোঃ বেলাল খান, মোঃ ওসমান গণি গাজী, মোঃ খলিলুর রহমান (টেলু), মোঃ আঃ খালেক ঢালী, মোঃ আবুল কাশেম, মোঃ মনির হোসেন গাজীসহ মহিলা ইউনিট থেকে ১৮ জন সদস্যবৃন্দ রয়েছেন।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওঃ গাজী মোঃ হানিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব জামিল আহমদ জাকির এবং জয়েন্ট সেক্রেটারী শাহ জামাল গাজী সোহাগ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওঃ গাজী মোঃ হানিফ।