উয়েফার বর্ষসেরা রোনালদো
আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৫, ২০১৭
ডেস্ক রিপোর্টঃ
তৃতীয়বারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। সংক্ষিপ্ত তালিকায় থাকা লিওনেল মেসি ও জানলুইজি বুফনকে হারিয়ে পুরস্কারটি জিতলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
বৃহস্পতিবার রাতে মোনাকোয় চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয়। ২০১৪ সালে প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন তিনি।
উয়েফার অঞ্চলগুলোতে ক্লাবগুলোর হয়ে খেলা ফুটবলারদের মধ্য থেকে ঘরোয়া, মহাদেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পারফরম্যান্স বিচার করে নির্বাচন করা হয় বিজয়ীকে। পুরস্কারটি দুইবার জিতেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি। একবার করে জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও ফ্রাঙ্ক রিবেরি।