এই শাকিবই কিন্তু ইন্ডাস্ট্রির বিপদের দিনে এগিয়ে এসেছিল: ওমরসানী
বিনোদন ডেস্ক: একটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই এর ভালো মন্দ নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়। তেমনেই একটি চলচ্চিত্র ‘রাজা ৪২০’। শুক্রবার মুক্তি পাওয়া শাকিব-অপু অভিনীত ছবিটি ইতিমধ্যেই আলোচনায় এসেছে। বিশেষত ছবিতে শাকিব খানের অভিনয় দেখে উচ্ছাস প্রকাশ করেছেন আরেক নায়ক ওমর সানী। এ প্রসঙ্গে ফেসবুকে বিভিন্ন পোস্টও শেয়ার করেছেন তিনি
সদ্য মুক্তি প্রাপ্ত ‘রাজা ৪২০’ বাম্পার হিটের দিকেই এগিয়ে যাচ্ছে বলে মনে করেন নায়ক ওমর সানী। তার মতে এটা সম্ভব হয়েছে কেবল মাত্র শাকিব খানের কারণেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই বলে থাকেন শাকিব খান অভিনয় জানেন না। কিন্তু আপনাদের মনে রাখতে হবে এই শাকিব খানের ছবিই একসঙ্গে ১২০টি হলে মুক্তি পায়।’
তিনি আরো বলেন, ‘তাকে (শাকিব) নিয়ে আলোচনা সমালোচনা থাকতেই পারে। কিন্তু অনেক দিন পর একটি ছবি যখন বাম্পার হিট হওয়ার পথে তখন তার প্রসংশার বদলে সমালোচনা করা উচিত নয়। মনে রাখতে হবে এই শাকিবই কিন্তু ইন্ডাস্ট্রির বিপদের দিনে এগিয়ে এসেছিল।’
উল্লেখ্য, ‘রাজা ৪২০’ ছবিতে শাকিব-অপু ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী। ছবিটি ইতিমধ্যেই সফলতার মুখ দেখেছে বলে দাবি করছেন এর সংশ্লিষ্টরা।