এখন থেকে আগেই জেনে নিন আপনার ব্রেস্ট ক্যান্সার হতে পারে কি না
গবেষণা বলছে ডিএনএ পরীক্ষা থেকে বোঝা সম্ভব কোন কোন টিস্যুতে কর্কট রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা রয়েছে।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা সম্ভব কোনও মহিলার ব্রেস্ট ক্যান্সারের সম্ভবনা আছে কিনা। সম্প্রতি, ইউরোপিয়ান ইউনিয়নের একটি রিসার্চে জানা গিয়েছে এই তথ্য।
মহিলার স্তনের যে টিস্যুগুলি কর্কট রোগে আক্রান্ত হয়, সেই টিস্যুগুলির ডিএনএ পরীক্ষা এখন সম্ভব। গবেষণা বলছে ডিএনএ পরীক্ষা থেকে বোঝা সম্ভব ওই সমস্ত টিস্যুতে কর্কট রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা রয়েছে কিনা।
গবেষক এবং চিকিৎসক মার্টিন উইডশোয়েন্ডার জানাচ্ছেন, এই নতুন গবেষণার মাধ্যমে শুধুমাত্র মারণ রোগ সম্পর্কে সাবধান হওয়াই নয়, তা প্রতিকার করাও সম্ভব হবে।