শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এফডিসিতে অঞ্জনাকে সতীর্থদের শেষ শ্রদ্ধা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৪, ২০২৫
news-image

এফডিসিতে অঞ্জনাকে সতীর্থদের শেষ শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট:

সত্তর ও আশির দশকের ঢাকাই চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী অঞ্জনা রহমানকে চিরবিদায় জানাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-তে উপস্থিত হয়েছেন পরিচালক, নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা। শনিবার বেলা সোয়া ১১টায় বিএফডিসির প্রাঙ্গণে প্রবেশ করে অভিনেত্রীর মরদেহবাহী গাড়িটি। যেখানে কিশোরী অঞ্জনা একসময় দাঁড়িয়েছিলেন লাইট-ক্যামেরার সামনে, সেখানেই এলেন তিনি শেষবারের মতো কফিনবন্দি হয়ে।

অঞ্জনার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন পরিচালক ছটকু আহমেদ, নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেতা সনি রহমান, অভিনেত্রী পলি আক্তার, রোমানা ইসলাম মুক্তি, জয় চৌধুরী, নৃত্য পরিচালক ইউসুফ খান ও শ্রাবণ সাহাসহ চলচ্চিত্র জগতের অনেকে। নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, “মিষ্টি হাসি আর কাজের মধ্য দিয়ে অঞ্জনা আপা সবসময় সবার মাঝে বেঁচে থাকবেন।”

অভিনেত্রীর ছেলে নিশাত রহমান মনি জানান, বাদ জোহর বিএফডিসিতে জানাজা শেষে তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে চিরশায়িত করা হবে তাকে।

মায়ের শেষ বিদায়ে কাঁদতে কাঁদতে মনি বলেন, “আম্মু পুরোপুরি সুস্থ ছিলেন। মাঝে মাঝে জ্বর আসত, আবার সেরে যেত। পনেরো দিন আগে বাসায় অতিথিদের জন্য নিজ হাতে রান্না করেছিলেন। এরপর থেকেই অসুস্থ হয়ে পড়েন। সাধারণ জ্বর ভেবে ওষুধ খাচ্ছিলেন, কিন্তু হাসপাতালে যেতে চাইতেন না। অসুস্থতা বাড়তে থাকায় হাসপাতালে নেওয়া হয়। চারদিন আগেও তিনি আইসক্রিম খেতে চেয়েছিলেন। আমি কখনো ভাবিনি, আম্মুর শরীরে এত বড় অসুখ বাসা বেঁধেছে। সারা জীবন এই আফসোস থাকবে।”

ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১টা ২০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন অঞ্জনা রহমান। তার শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয় এবং ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল।

মনি জানান, বাড়িতে অসুস্থ হওয়ার পর প্রথমে অঞ্জনাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে রক্তে সংক্রমণ ধরা পড়ে। অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিছুটা উন্নতি হলে সিসিইউতে নেওয়া হয়। কিন্তু শারীরিক জটিলতা বাড়তে থাকায় তাকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় অভিনেত্রীর ফুসফুসে পানি জমে, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায় এবং স্ট্রোক করেন তিনি। শেষ পর্যন্ত তাকে ভেন্টিলেশনে রাখা হয়, কিন্তু অবস্থার উন্নতি হয়নি।

বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের পতনে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। তার মিষ্টি হাসি আর পর্দায় অসাধারণ অভিনয় তাকে স্মৃতিতে ধরে রাখবে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে।

আর পড়তে পারেন