শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এবারের খাল পরিষ্কার কর্মসূচি লোক দেখানো হবে না: ক্রীড়া উপদেষ্টা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১, ২০২৪
news-image

এবারের খাল পরিষ্কার কর্মসূচি লোক দেখানো হবে না: ক্রীড়া উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবারের খাল পরিষ্কার কর্মসূচি কোনো লোক দেখানো হবে না। জাতীয় যুব দিবস উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে খাল পরিষ্কার কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এই মন্তব্য করেন।

আসিফ বলেন, “যুব দিবস উপলক্ষে এবার দেশের ৬৪টি জেলায় ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কারের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এবারের কার্যক্রম সম্পূর্ণ বাস্তবভিত্তিক এবং টেকসই হবে।”

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “প্রতিটি খাল ও নদী পরিষ্কার রাখা ও সংরক্ষণে স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করা হবে।” পরে কয়েকশো স্বেচ্ছাসেবী খাল, নদী ও জলাশয় পরিষ্কার করার শপথ নিয়ে জিরানী খাল পরিষ্কারের কার্যক্রম শুরু করেন।

আর পড়তে পারেন