শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এবারের বিপিএল উদ্বোধনী আয়োজনে গাইবেন আসিফ আকবর

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৯, ২০২৪
news-image

এবারের বিপিএল উদ্বোধনী আয়োজনে গাইবেন আসিফ আকবর

ডেস্ক রিপোর্ট:

ক্রিকেটপ্রেমীদের কাছে ‘বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ’ শিরোনামের গানটি অত্যন্ত জনপ্রিয়। ২০০৪ সালে বিশ্বকাপে ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে এই গানটি গেয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

এরপর ২০১৯ সালের বিশ্বকাপে ‘প্রাণে প্রাণে আওয়াজ তোল’ শিরোনামে আরও একটি গান গেয়েছিলেন তিনি। ভক্তদের জন্য সুখবর হচ্ছে, এবারের বিপিএল উদ্বোধনী আয়োজনে আবারও গাইবেন আসিফ আকবর।

এ ব্যাপারে বিসিবি থেকে নিশ্চিত করা হলেও, আসিফ আকবরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই আসরকে আরও আকর্ষণীয় করার জন্য বিসিবি নতুন কিছু আয়োজনের পরিকল্পনা করেছে। এর মধ্যে বিপিএলের মাসকট ও থিম সং উন্মোচন করা হয়েছে। এছাড়া, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ব্যবহৃত গ্রাফিতি ও স্লোগানও থাকবে বিপিএলে।

জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানেও থাকবে নতুনত্বের ছোঁয়া। আয়োজনটি হবে তিন দিনের সংগীত উৎসবের মাধ্যমে, যার প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে তিন পর্বে অনুষ্ঠিত হবে এই উদ্বোধনী অনুষ্ঠান।

আর পড়তে পারেন