শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার ৪০ কোটি পাঠ্যবই ছাপাবে এনসিটিবি, খরচ হবে ১২০০ কোটি

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৯, ২০২৪
news-image

এবার ৪০ কোটি পাঠ্যবই ছাপাবে এনসিটিবি, খরচ হবে ১২০০ কোটি

ডেস্ক রিপোর্ট:

সরকার এবারও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিতে চায়। বর্তমানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বইয়ের পাণ্ডুলিপি প্রস্তুতের কাজ করছে, যা সংশোধন ও পরিমার্জন করা হচ্ছে। শিগগিরই এই পাণ্ডুলিপি ছাপাখানায় পাঠানো হবে এবং এরপর বই ছাপানোর কার্যক্রম শুরু হবে।

এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষে সারাদেশের প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য প্রায় ৪০ কোটি ১৬ লাখ বই ছাপা হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিকের বইয়ের সংখ্যা হবে ১২ কোটি ৮ লাখ ৬৭ হাজার ৭৫২টি।

মাধ্যমিক পর্যায়ের বইয়ের সংখ্যা ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য ২৮ কোটি ৬ লাখ ২২ হাজার ৩৩৭টি। পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সাড়ে ৮ হাজারের বেশি ব্রেইল বই ছাপা হবে। শিক্ষকদের জন্য প্রায় ৪১ লাখ ‘শিক্ষক সহায়িকা’ও দেওয়া হবে। বই ছাপানোর কাজটি মুদ্রণকারীদের কাছে বিভিন্ন লটে দেয়া হবে।

মুদ্রণকারীদের কাছে দুই শতাধিক লটে বই ছাপানোর জন্য বরাদ্দ করা হবে। সরকারের খরচ হবে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা।

এবার বইয়ের সংখ্যা বেড়ে হয়েছে সাড়ে ৯ কোটি

২০২৪ শিক্ষাবর্ষে সারা দেশে ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭ কপি পাঠ্যবই ছাপা হয়েছিল, কিন্তু এবার তা বেড়ে ৪০ কোটি ১৬ লাখের বেশি হবে। এর ফলে এবার প্রায় সাড়ে ৯ কোটি বই বেশি ছাপা হচ্ছে।

এনসিটিবির কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার শিক্ষার্থী সংখ্যা বাড়েনি। বরং নতুন শিক্ষাক্রমের তুলনায় পুরোনো শিক্ষাক্রমের বই সংখ্যা বেশি। কারণ অন্তর্বর্তী সরকার পূর্বের অর্থাৎ ২০১২ সালে প্রণীত (সৃজনশীল) শিক্ষাক্রমে ফিরে এসেছে, ফলে বইয়ের সংখ্যা বেড়েছে।

তাদের তথ্য অনুযায়ী, নতুন শিক্ষাক্রম ২০২৩ সালে চালু হয়েছিল, যেখানে ষষ্ঠ শ্রেণিতে বইয়ের সংখ্যা ছিল ১৫টি। কিন্তু পুরোনো ২০১২ সালের শিক্ষাক্রমে ষষ্ঠ শ্রেণিতে বইয়ের সংখ্যা ১৯টি। এছাড়া নতুন শিক্ষাক্রমে নবম ও দশম শ্রেণিতে বিভাগ বিভাজন ছিল না, যেখানে সবার জন্য একই বিষয় ছিল। কিন্তু পুরোনো শিক্ষাক্রমে বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য আলাদা বই রয়েছে। এই কারণে এবার সাড়ে ৯ কোটি বই বেশি ছাপাতে হচ্ছে।

আর পড়তে পারেন