এশিয়ান টিভির উপদেষ্টা আলহাজ্ব আলমগীর কবির মজুমদারের সুস্থতা কামনায় দোয়া
স্টাফ রিপোর্টারঃ
এশিয়ান টিভির উপদেষ্টা, চৌদ্দগ্রাম ৫নং শুভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, পাশাকোট দারুসুন্নাত জামিয়া দীনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আলমগীর কবির মজুমদারের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ এর উদ্যোগে দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি হুমায়ূন কবির রনী, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাধারণ সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন রণী, এনটিভির স্টাফ রিপোর্টার জালাল উদ্দিন, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও কুমিল্লা জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, বিটিভির জেলা প্রতিনিধি রাবেয়া আক্তার, বাংলা টিভির জেলা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার, দৈনিক রুপসী বাংলার স্টাফ রিপোর্টার এম এইচ মনির, জাগরনী টিভির জেলা প্রতিনিধি ও কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, মাই টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরী, মেঘনা টিভির সিইও মহিউদ্দিন, মিডিয়া প্লাস বিজনেস ফোরামের পরিচালক যুবলীগ নেতা মোঃ রাজিব, কুমিল্লা ট্রাভেল এন্ড ট্যুরের পরিচালক শামস্ তাবরিজ, নাসির মানি এক্সচেঞ্জ এর কর্মকর্তা সৌরভ হাসেম জাকারিয়া, গেøাবাল ব্র্যন্ড প্রাঃ লিঃ এর কুমিল্লা চিফ বিপুল কুমার রায়, চ্যানেল বাংলাদেশ এর স্টাফ রিপোর্টার মোঃ আলাউদ্দিন, বিএম মহিউদ্দিন মন্টি, মাইটিভির ক্যামেরাপারসন বিপ্লব হাসান,এশিয়ার টিভির ক্যামেরাপারসন বাপ্পিসহ অন্যান্যরা।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মধ্যে মাঝিগাছা জামে মসজিদের খতিব ও ছাত্র হিযবুল্লার সাবেক জেলা সিনিয়র সহ-সভাতি মাওলানা মোঃ আবু হানিফ মজুমদার।
গত বৃহস্পতিবার এশিয়ান টিভির উপদেষ্টা, চৌদ্দগ্রাম ৫নং শুভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, পাশাকোট দারুসুন্নাত জামিয়া দীনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আলমগীর কবির মজুমদারের করোনা পজেটিভ রিপোর্ট আসে। শারিরীক অবস্থা কিছুটা খারাপ হলে তাকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।