শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৭, ২০২৫
news-image

এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে মাধ্যমিক স্তরের এই পরীক্ষা। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে এবং ৮ মে (তত্ত্বীয় পরীক্ষা) পর্যন্ত চলবে। পরীক্ষাটি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়া, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

আর পড়তে পারেন