শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নিম্ন আয়ের মানুষদের মাঝে কুবি ছাত্রলীগের মাস্ক বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০২১
news-image

 

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনাভাইরাসের ঊর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। শনিবার (১৭ জুলাই) জেলার লালমাই উপজেলায় পরিবহন শ্রমিকসহ নিম্ন আয়ের বিভিন্ন মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুল হাসান পলাশের উদ্যোগে কয়েকজন নেতাকর্মী প্রায় ২ শত মানুষের মধ্যে ৮ শতাধিক মাস্ক বিতরণ করেন। এসময় তাদেরকে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।

এ বিষয়ে নাজমুল হাসান পলাশ বলেন, দেশব্যাপী করোনার ভয়াল থাবায় দূর্ভোগে থাকা নিম্ন আয়ের মানুষদের সচেতনতার স্বার্থে আমরা এ কার্যক্রম পরিচালনা করি। নিম্ন আয়ের যে সকল মানুষ করোনার ব্যাপারে উদাসীন, তাদেরকে সচেতন করাই ছিল এ কর্মসূচির উদ্দেশ্য।

শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক বিতরণসহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। এবং এ কর্মসূচি অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন