এসকে স্পোর্টস অ্যারেনাতে ফুটবল প্রীতি ম্যাচ: চ্যাম্পিয়ন এসকে জিম কিংস

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীতে একমাত্র টার্ফ এসকে স্পোর্টস অ্যারেনাতে এস কে জিম আয়োজিত ফুটবল প্রীতি ম্যাচ ২০২৩-তে জিম সানরাইজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এসকে জিম কিংস । আহমেদ ইমন ৩ গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১০ নভেম্বর) এ খেলা অনুষ্ঠিত হয়।
এস কে জিম কুমিল্লা এবং এস কে স্পোর্টস অ্যারেনার ব্যবস্থাপনা পরিচালিক আরিফ খাঁন খেলা শেষে পুরস্কার বিতরণ করেন।
জাভেদ হাশমি চৌধুরী ও পিন্টু দাস এই খেলা আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।