রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ছাগল চড়ায় কে? সেবাপ্রার্থীদের ক্ষোভ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৩০, ২০২৫
news-image

মোঃ রাছেল, কচুয়া:

চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মুখে এখন একটাই প্রশ্ন “হাসপাতালের ভেতরে ছাগল চড়ায় কে?”।

চিকিৎসা সেবায় ইতিবাচক সুনাম অর্জন করলেও সম্প্রতি এই প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার মারাত্মক অবনতি দেখা দিয়েছে। হাসপাতাল প্রাঙ্গণে খানা-খন্দ, পর্যাপ্ত চিকিৎসক সংকট, ঔষধের ঘাটতি, দালালের দৌরাত্ব, পুরুষ ওয়ার্ডের পাশে হাসপাতাল বর্জ্য ফেলে রাখা—এসব কারণে ভোগান্তি যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে রোগীদের।

এছাড়া হাসপাতালের ভেতরে অটোরিকশার দৌরাত্ব রোগী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে প্রতিদিন। এর মধ্যেই সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে হাসপাতালের আউটডোর চিকিৎসক চেম্বারের সামনে অবাধে ছাগল ঘুরে বেড়ানোর দৃশ্য ধরা পড়ে।

সেবাপ্রার্থীরা বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে এমন অব্যবস্থাপনা দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তারা দ্রুত পরিচ্ছন্নতা রক্ষা, দালালের দৌরাত্ব বন্ধ এবং হাসপাতাল চত্বরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেছেন।

সচেতন মহল জানান, কেবল চিকিৎসা সেবা উন্নত করলেই হবে না; হাসপাতালের ভেতরে পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি। দালাল ও অবৈধ
দৌরাত্ব বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

এক কথায়, কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ছাগল চড়ানোর দৃশ্য শুধু হাস্যকর নয়, বরং অব্যবস্থাপনার প্রতিচ্ছবি। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের আস্থার জায়গাটি প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

এব্যাপারে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সোহেল রানা ছুটিতে থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

আর পড়তে পারেন