কবিতা: অল্পজ্ঞানী

ইয়াছিন আরাফাত:
অল্পজ্ঞানী বাচাল স্বল্পভাসী যারা
যা জানে না,তা না জেনে,শুনে তর্ক করে তারা;
নিজেদেরকে মনে করে সেরা।
আসলে কিছু তো জানিস না বেডা,
নিজেকে মনে করিস পন্ডিতের মেডা,
তখনই বুঝবি যখন ধরে মাথা করে দিবে নেডা।
কাউকে জ্ঞান দেওয়ার আগে কর জ্ঞান অর্জন,
না হলে তোমার কথার সাথে তোমাকেও করে দিবে বর্জন,
তখন কিন্তু দেখবে না স্বজন কিংবা পরঃজন।
তাই কোনো কথা বলবে না গড়া মন,
সম্মান আছে যা তা যেতে কতক্ষণ?
যদি না করেন সংরক্ষণ
এই বসুধা জয় করে ফিরে আসবে, এমন নয় যে তুমি কৃষ্ণ কিংবা রাম লক্ষণ।
ততক্ষণ যুদ্ধ করবে, জয়ী হও নি যতক্ষণ
যতক্ষণ শ্রত্রুর প্রাণ করনি বক্ষণ।
তোমার আচরণে যদি প্রকাশ পায় অজ্ঞান,
প্রকাশ করেও লাভ নেই তোমার ঐ মনগড়া জ্ঞান।
সম্মান আছে যা তা যেতে কতক্ষণ?