বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: তোমার সবকিছু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩০, ২০২৩
news-image

ইয়াছিন আরাফাত:

তোমার ঐ হাসি….
সব কিছু থেকে লাগে ভালো বেশি।
তোমার ঐ দুটি চোখ….
পড়ে না পলক;
থাকিয়ে থাকতে ইচ্ছে করে অপলক।

তোমার ঐ মুখ….
দেখলেই ভরে যায় আমার এই বুক।
হাতে পাই যেন পৃথিবীর সমস্ত সুখ।
তোমাকে দেখলেই চলে যায় আমার সব অসুখ।

তোমার ঐ সুগন্ধি চুল….
সংশোধন করে দে আমার জিবনে করা সমস্ত ভুল।
তোমার ঐ কানের লতি…
এমন ভাবে শিক্ষা দে যেন, না করি কখনো কারো ক্ষতি।

তোমার ঐ চিরল দাঁত….
দেখলেই মনে হয় যেন, কখনো কোন ভাবে না করি কাউকে আঘাত।
যখন ধরি তোমার ঐ হাত….
ইচ্ছে করে যেন কাটিয়ে দিই শত, হাজার,লক্ষ, কোটি রাত।
তোমার ঐ নাক….
দেখলেই কমে যায়, আমার জিবনের সমস্ত রাগ।

চাই না আমি,তোমার ঐ সম্পত্তি করিতে ভোগ….
তোমাকে খুবই দরকার,জিবনের সমস্ত কিছু থেকে থাকার জন‍্য নিরোগ।

লেখক: ইয়াছিন আরাফাত
অর্থনীতি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

আর পড়তে পারেন