কবিতা: বাবা

আনিকা তাবাসসুম সাদিয়া:
বাবা,
নিঃস্বার্থ ভাবে নিয়েছো দায়িত্ব,
মনে করোনি কখনো আমায় বোঝা
সেই তো বাবা আমার,
যাকে বুঝতে পারা নয় সোজা।
আমার স্বপ্ন গুলোকে নিয়েছো নিজের করে,
দূর করে দিয়েছো সকল বাধা বিপত্তি
সেই তো বাবা আমার,
যার কাছে আমিই তার সম্পত্তি।
নিজের স্বপ্ন গুলোকে দিয়েছো জলাঞ্জলি,
আড়ালে না জানি কতই হয়েছো পথ ভ্রষ্ট
সেই তো বাবা আমার,
যে কখনো বুঝতে দেয়নি নিজের সে কষ্ট।
ক্লান্ত শরীর নিয়ে ঘরে ঢুকে দিন শেষে
দাও আমায় দেখে মুচকি হাসি
সেই তো বাবা আমার,
যে বলে তদের সুখে আমার খুশি।
জীবনের কঠোর সময়ে চলার পথে
না জানি কতই সহেছো ব্যথা
সেই তো বাবা আমার,
যার মনে রয়েছে হাজারো লুকানো কথা।
বাবা তুমি আড়ালে কেঁদে,
দেখাও না চোখের কোণে জমা জল
সেই তো বাবা আমার,
যে আমাদের জন্য গড়তে চায় সুখের মহল।
আমার সামান্য অসুখে,
যে পাশে থেকে শেষ করে তার বেলা
সেই বাবা আমার,
নিজের অসুস্থ শরীরকে করে অবহেলা।
বাবা তুৃমি অপরাধী
কারন নিজেকে কষ্ট দেওয়ার জন্য
দাওনি কোন জবাবদিহি।
তবে আজ আমিও নিঃস্বার্থভাবে একটি কথাই বলতে চাই,
“বাবা অনেক ভালোবাসি তোমায়”