কবিতা: রূপ
আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৪, ২০২৩

ইয়াছিন আরাফাত:
হিজাবের ভিতরে দেখা যায় শুধু দুটো চোখ
কি সুমিষ্ট রূপ,
দেখতে তো ইচ্ছে করে খুব।
দেখলে মনে হয় ঐ দুচোখে যেন মেদিনীর সমস্ত সুখ,
কে জানে আরো কতইনা সুন্দর, না দেখা তোমার ঐ মুখ।
কে জানে দেখেছেন কি’না কোন লোক,
দেখার পর অস্থির অস্থির করতেছে হৃদয় মুড়ানো এই বুক;
দুচোখ দেখার পর,শুরু হয়ে গেছে তোমাকে না দেখা রোগ।