বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: ফিরে আসবোই

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৬, ২০২১
news-image

 

মিসবাহ জাভেদ:

পালিয়ে গিয়ে দূর পৃথিবীর তারা হবো,
আঁধার রাতেও মিটিমিটি জ্বলতে রবো।
কখনোবা আকাশ ছেড়ে ধরায় খসে
জানলা গলে দেখবো তোরে এক নিমিষে।
তোর পরশে বিলীন যেমন আমি পোঁড়ে,
পুঁড়বো আবার এই পৃথিবীর হাওয়ার তোড়ে।

সন্ধ্যা রাতে নীল আকাশের চন্দ্র হবো,
রাত্রি জেগে তোর দরজায় আলোক দেবো।
রূপার আলো মাখবি যখন গায়ের পরে;
হাসবো আমি আকাশ হতে অট্টস্বরে।
দিসনি যাকে এইটুকু স্থান হৃদ-আসনে
ভালোবেসে জড়াবি তুই খোদ বসনে।

তপ্ত দিনে আকাশ ভাঙা বৃষ্টি হবো
চলতি পথে হঠাৎ তোকে ভিজিয়ে দেবো।
ছোঁসনি যাকে, ঠেললি পায়ে অবহেলায়
বৃষ্টি ভেবে ভিজবি যখন খুব মমতায়;
বসন গলে পা বাড়াবো খুব গোপনে
গা গড়িয়ে ঘুরবো তনুর সকল কোণে।

শেষ বিকেলের রক্তমাখা সূর্য হবো,
তোর কপোলে লালের আভা ছড়িয়ে দেবো।
বউয়ের মতো রাঙবি যখন লালের রঙে
ঢেউ খেলাবো চুলগুলো তোর হাওয়ার ঢঙে।
কায়ার মানুষ পেয়েও যাকে দিসনি সাড়া
ছায়া হয়েই দেখবো ছুঁয়ে অধরজোড়া।

কলকলানো ছোট্ট নদীর জলটি হবো
ছলছলিয়ে পা ছুঁয়ে তোর গড়িয়ে যাবো।
সাঁতার ছলে আসবি যখন নদ-অঙ্গণে
বুকের ভেতর টানবো তোরে সঙ্গোপনে।
পালিয়ে যাবো তোরই নামের শপথ করে-
“তোর বুকেতে আসবো জানিস আবার ফিরে!”

আর পড়তে পারেন