শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ধনাশী গায়ের বধূ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১১, ২০২৩
news-image

 

এ কে সরকার শাওনঃ

ধনাশী গায়ের বধূ চলছে
চতুরদোলায় চড়ে!
হৃদয়ে ধকল আঁখি ছলছল
তাকায় পিছন ফিরে!

জনক-জননী স্বজন-সজনী
সবাই অশ্রু সজল!
দু’চোখে গড়ায় মেঘনার জল
নীরবে অনর্গল।

সতীর্থ-সখী পাল্কীমুখী
নিশ্চুপ বিহ্বল!
বধূ বিদায়ের আনন্দাশ্রু
তিতাসের সম জল।

অষ্ট বেহারা নন্দে ছন্দে
উহুমনা উহুমনা বলে।
ধনাশী বধূর স্বপ্ন দোলে
পালকি দোলার তালে।

পরকে করবে যত্নে আপন
বাঁধবে মায়ার বাঁধন।
সোনার হাতে সোনার সংসার
সাজাবে মনের মতন!

রূপকথার ঘোড়সওয়ার
চদুলে বর রাজন।
পাগলা হাওয়ায় পাগড়ি উড়ে
যেন বিজয়ের কেতন।

পারিষদ নাচছে মাইক বাজছে
চলছে হেলে দুলে।
কৃষক-জেলে তালি দিচ্ছে
হাতের কাজ ফেলে!

ঐ দেখো উৎসুক জনতা
ধনাশী গায়ের কোলে!
গায়ের কাছে জোশ বেড়েছে
সবাই বীরদর্পে চলে।

ফানুস উড়ছে পটকা ফুটছে
জ্বলছে আতসবাজি।
ছেলে বুড়ো সবাই নাচছে
ঢুলি কাজের কাজী!

উৎসব মুখর বিয়ে বাড়ী
প্রস্তুত বরের স্বজন।
ধান, দূর্বা, আলোকসজ্জায়
চলছে বধূ বরণ!

মন্ডা মিঠাই পান বাতাসা
বিলাচ্ছে রসিয়ে রসিয়ে!
ধন্য ছেলে ফিরছে গায়ে
ধনাশী বধূ জয়ে!

সুখ অনুরণনে সংসার রণে
চারটি দশক পার!
ফলে-ফুলে পূর্ণ আজ
ধনাশী বধূর সংসার।

ধনাশী বধূর সংসারে আজ
চাঁদের হাট নির্ঘাত।
নতুন বাড়ী নতুন অতিথি
চাঁদ কপালে বরাত।

আর পড়তে পারেন