সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: বত্রিশ বছর পরে

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৪, ২০২২
news-image

এ কে সরকার শাওন:

ঠিক বত্রিশ বছর পরে আজ
দেখা হবে প্রিয় বন্ধুর সাথে
চায়ের আড্ডার অগ্রভাগে!
সেই জন্য আগে ভাগেই ফুলবাবু সেজে
ভ্যেনূতে পৌছাই বত্রিশ মিনিট আগে!

ঐ তো চাঁদমুখ দেখা যায়,
কালো হলুদের নকশাখচিত
জামদানী শাড়ীতে;
একাকী বসে দূরের টেবিলে
দূর দ্বীপ বাসিনী নিশ্চুপ বসে এক প্রান্তে!

বিধি বুঝি আজ বেশ
সুপ্রসন্ন অকৃপণ উদার;
বত্রিশ বছরে আমায় দিলেন
এক অনন্য উপহার!

একি অনাসৃষ্টি!
মেঘ না চাইতেই বৃষ্টি!
তারঁ চোখে চোখ পড়তেই
হাত উঁচিয়ে হাসিমুখে ইশারায় জনান্তিকে
ডেকে নিয়ে নিলো সে আমায় একান্তে!

আরে জগলু যে, এসো এসো,
এই চেয়ারটায় বসো মুখোমুখি ;
তারপরে কেমন আছো বলো?
আশা করি তুমি বেশ সুখী!

কি করে বুঝলে বন্ধু;
তুমি কি জ্যোতিষী?
জ্যোতিষী আমি নই তবে
শুভাকাঙ্ক্ষী হিতৈষী!

বটে! তা আমি আছি বেশ;
বদলাই নি খুব একটা বড়!
কতদিন পরে দেখা আমাদের
অনুমান করতে কি পারো?

অনুমান বলছো কেন?
৮৯ এ শেষ দেখা, ৯০ এ শেষ চিঠি,
ফলালাম জানিয়ে লিখেছিলাম।
অতঃপর যে যার মতো যেনো নক্ষত্র,
অন্তহীন ছুটে চলা অবিরাম!

হ্যাঁ, সে গুলো সোনালী অতীত
আমরা ভালো বন্ধু ছিলাম;
স্কুলের শ্যামল ছায়ে দক্ষিণা বায়ে
মজার আড্ডায় গল্প কবিতায়
মনের ক্যানভাসে কতো ছবি আঁকতাম!

ম্যারাথন আড্ডায় পেরিয়ে যেতো
ঘন্টার পর ঘন্টা নিমিষেই;
ক্ষিপ্র ঘোড়ার বেগে মহাকালে
কোথায় হারালো সোনালী দিনগুলি সেই।

বাদ দাও আমার কথা জেরীন;
তুমি কেমন আছো বলো ?
চায়ের আড্ডায় নামের তালিকায়
তোমার নাম দেখে তনুমনে
আনন্দের ঝিলিক খেয়ে গেলো!

সে স্বভাবসুলভ স্মিত হেসে বললো
“এতোকাল পরে কেমন দেখছো আমায়?
আমি কি আগের মতই আছি?
না কি অনেক বদলে গেছি!”
দুষ্টু মিষ্টি হাসি ছাড়া বাকী বদলেছে সব
বদলে গেছে দেহাবয়ব
আজ বেশ ভরাট মুখাবয়ব
হয়তো বদলেছে সব অনুভব!

পাঁজী তুমি, দুষ্ট তুমি, তুমি তথৈবচ;
এবার থামো কথা কবিতার কাজী!
সবাই এসে গেছে দেখো
ঐ যে ডাকছে চায়ের আড্ডার মাঝি!

ইদুর কপালে হলে যা হয়
বন্ধু জি এম চেঁচিয়ে কয়
“এই জগলু জেরিনকে নিয়ে
তাড়াতাড়ি চলে আয়;
পরে কথা বলার ঢের সময় পাবি
কেক কাটবার সময় বয়ে যায়।”

চলো যাই সময় আর নাই
প্রার্থনা থাকলো শুধু একটাই,
আবার যেন বত্রিশ বছর পরে
শুধু বত্রিশ মিনিটের তরে পাই;
এমন মহতী চায়ের আড্ডায়!
যা গত বত্রিশ বছরেও পাই নাই!

চলতে চলতে সেই ক্ষণে
বিগলিত মনে ছলছলো নয়নে শুধায়
দেখা হয় কথা হয় বন্ধু;
আলো-আঁধারে প্রতিদিন প্রতিক্ষণে
কোন কিছুই ভুলি নাই এতেদিনে!

আর একটি কথা বলি শোন
বত্রিশ বছরেও
যদি আর কভু আর দেখা না পাই;
তোমার ক্ষমায় দিও মোরে ঠাঁই
আমার শেষ চাওয়া একটাই
ভালো থেকো বন্ধু, এবার বিদায়!

সে চলে গেলো হন হন করে
একদৃষ্টিতে চেয়ে রইলাম তার পথের পানে
কারো প্রতি আমার কোন অভিযোগ নাই
বত্রিশ বছরেও একবার পাই বা না পাই!
আমিও এগোলাম আলোতে পথে চিক চিক করা
তাঁর অশ্রুকণাগুলো ডিঙিয়ে
যা আমার গন্ডদেশে গড়াচ্ছে বেয়ে!

-কবিতাঃ বত্রিশ বছর পরে
কাব্যগ্রন্থঃ আপন-আভাস
এ কে সরকার শাওন

আর পড়তে পারেন