করোনায় মারা গেলেন কুমিল্লা শহরের ওয়ার্ড আ’লীগের অর্থ সম্পাদক
স্টাফ রিপোর্টার:
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ড আ’লীগের অর্থ সম্পাদক আবুল বাশার (৬৪) ।
বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০ টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
করোনায় মারা যাওয়া আবুল বাশার কুমিল্লা শহরের পুরাতন মৌলভীপাড়া এলাকার পুকুর পাড়ের পূর্ব পাড়ের বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার বড় ধর্মপুর এলাকায় । তিনি দীর্ঘ দিন দুবাই প্রবাসী ছিলেন। প্রায় ২ মাস আগে তিনি দেশে ফিরে আসেন।
বুধবার আবুল বাশারের করোনা শনাক্ত হওয়ার রিপোর্ট আসে। রাত সাড়ে ৯ টার দিকে তিনি অসুস্থ্য বোধ করলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন আবুল বাশার।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ১৫ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন।