করোনা মোকাবেলায় বাংলাদেশকে প্রথম ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করলো রাষ্ট্রদূত মিলার

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিলার বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)-এর সম্মুখসারির কর্মী ও কোভিড-১৯ চিকিৎসা কেন্দ্রগুলোর জন্য অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এফএসসিডি-র সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মোমেনের কাছে ১১ মে হস্তান্তর করেছেন।
এর মধ্যে রয়েছে ৩০০টি হ্যাজম্যাট স্যুট, ১,০০০টি কেএন ৯৫ সার্জিক্যাল মাস্ক, ৮০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার এবং ৫০০ জোড়া সার্জিক্যাল গ্লাভস; এই সকল উপকরণ স্থানীয়ভাবে বাংলাদেশে প্রস্তুত। বাংলাদেশে কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সহায়তা পরিকল্পনার অংশ হিসেবে এটাই প্রথম ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিতরণ। বাংলাদেশের জনগণের পাশে থাকার যুক্তরাষ্ট্রের জোরালো অঙ্গীকার এখন আগের চেয়েও বেশি প্রতীয়মান।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের হাইকমিশন জানান, কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ সরকারের চলমান উদ্যোগের পরিপূরক হিসেবে ২২ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিতে পেরে আমরা গর্বিত; এই সহায়তা গত ২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশকে দিয়ে আসা ১ বিলিয়ন ডলারের স্বাস্থ্য সহায়তার সাথে যুক্ত হলো।