কাতারে বিএনপিএর ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার থেকেঃ
বাংলাদেশ জাতিয়তাবাদী দল ধান সিড়ি বিএনপি কাতার শাখা কর্তিক বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল আজিজ ও এখলাছুর রহমানের যৌথ উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি আব্দুর রব তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল আহবায়ক মোঃ শহিদুল হক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ খোকন, মোকারম আলী চৌধুরী সাহাদ, দিলীপ কুমার ছোটন, এম নুরুজ্জামান, আবু তাহের মিয়াজি, মুনছুর উল্লাহ রাসেদ, জসিম উদ্দিন লস্কর।
আয়োজক কমিটির আহবায়ক হাজী সোলায়মান এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বক্তব্য রাখেন আবু তাহের, মিরজাজুর রহমান, ফরহাদ হোসেন, জাহাঙ্গীর আলম, হুমায়ুন কবির।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল মোতালেব।
জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিচালনা করেন এস,এম, মুনচুর উল্লাহ রাসেদ।
সভায় বক্তারা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নানা দিক আলোচনা করেন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পরে দেশের কল্যাণ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।