কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি তরুনের মৃত্যু
ইউসুফ পাটোয়ারী লিংকন:
কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি তরুনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৩ তরুন হলেন সিলেটের ইকবাল আহমেদের ছেলে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে ইসরান (২২) ও ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক (২২)।
জানা গেছে, শনিবার স্থানীয় সময় আনুমানিক রাত ৯টায় দিকে আল সামাল রোডে ৩ তরুনের অবস্থানরত গাড়ীর টায়ার পাঞ্চার হয়ে যায়। পরে গাড়ির চাকা পরিবর্তন করার জন্য একটি হাইওয়ের পাশে দাড়িয়ে গাড়ীর চাকা বদলানোর চেষ্টা করছিলেন তারা। এই সময় হঠাৎ একটি ল্যান্ড ক্রুজার গাড়ি আকস্মিকভাবে এসে তাদের গাড়িটিকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং বাকী দুজন হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন।
মারা যাওয়া ৩ তরুন তাদের পরিবারের সাথে কাতারে বসবাস করতেন এবং তিনজনই স্কুল-কলেজ অধ্যায়নরত ছাত্র।
কাতার দূতাবাসের শ্রম মিনিস্টার ড. মোস্তাফিজুর রহমান জানান, আমরা দূতাবাসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। তাদের পরিবারের সাথে কথা বলে তাদেরকে সান্তনা দিয়েছি। হামাদ হাসপাতালে তাদের লাশ দেখে আসছি তববে ফেনীর ফজলুল হকের ছেলে আজহারুল হক এর লাশ দেশে নেওয়া হবে। বাকী দুইজনকে এখানেই দাফন করা হবে। তাদের মৃত্যুতে কাতারে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।