শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবিতে দুইদিন ব্যাপী আইটি ফেস্ট দ্বিতীয় দিনের মতো চলছে

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৫, ২০২৪
news-image

কুবিতে দুইদিন ব্যাপী আইটি ফেস্ট দ্বিতীয় দিনের মতো চলছে

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয় দিনের মতো চলছে ‘আলবাইক প্রেজেন্টস কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি ফেস্ট ২০২৪’।

শুক্রবার (১৫ নভেম্বর) দ্বিতীয় দিনে সকাল দশটায় প্রোগ্রাম শুরু হয়ে বিকাল ৪:৪৫ মিনিটে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দুইদিন ব্যাপী আইটি ফেস্টের সমাপ্তি ঘোষণা করা হবে।

ফেস্টের দ্বিতীয় দিনে প্রযুক্তি প্রেমীদের জন্য আরও উত্তেজনাপূর্ণ ইভেন্ট রয়েছে। সমাপনী দিনে আয়োজনের মধ্যে ডাটাথন, রোবো সকার, এবং ই-স্পোর্টস (PES) সহ আইসিটি অলিম্পিয়াডের মতো জনপ্রিয় প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা।

প্রথম দিনে সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী ফেস্টটির উদ্বোধন করেন, যা বিকেল ৩ টায় শেষ হয়। আয়োজনের মধ্যে ছিল আইটি বিষয়ক বিতর্ক, দাবা, টাইপিং মাস্টার সহ মোট চারটি ইভেন্ট।

এছাড়া, দর্শকদের জন্য থাকবে আলবাইক রেস্তোরাঁর ফুড কোর্ট এবং Tech Titans-এর স্টল, যেখানে বিনামূল্যে ল্যাপটপ সার্ভিসিংয়ের সুবিধা প্রদান করা হবে। শিক্ষার্থীরা তাদের কৌশলগত চিন্তা ও উদ্ভাবন নিয়ে প্রোজেক্ট শোকেসে অংশগ্রহণের সুযোগ পাবে।

সংগঠনটির সভাপতি শিহাব উদ্দিন হিমেল বলেন, “আমি মনে করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। প্রযুক্তি ও উদ্ভাবনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আশা করি, এই ফেস্ট শিক্ষার্থীদের আইটি দক্ষতা বাড়াতে এবং প্রযুক্তির প্রতি আগ্রহকে আরও গভীর করবে। এমন আয়োজন ভবিষ্যতে নিয়মিত হবে এবং বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিগত ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে।”

সেক্রেটারি তৌসিফ বিন পারভেজ বলেন, ফেস্টে হাজারাধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে দশটি ভিন্ন সেগমেন্টে প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তি শিক্ষার প্রসারে এবং সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এই ধরনের আয়োজনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দেশের তথ্যপ্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা যায়।

এছাড়াও, দ্বিতীয় দিনের ফেস্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৭০ জন এবং কলেজ এবং স্কুল পর্যায়ের দেড়শো শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আর পড়তে পারেন