কুবিতে ২৪ ঘন্টার মধ্যে ক্লাসে ফিরতে চায় শিক্ষার্থীরা
আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ক্লাসে ফিরতে চায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ নিয়ে তিনদফা সহ রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রবিবার (১৮ আগস্ট) রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার বরাবর এ স্মারকলিপি দেন।
এসময়ে শিক্ষার্থীরা জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে প্রশাসন ও ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রত্যক্ষ মদদ দেওয়ার কারণে, ভাইস চ্যান্সেলর এএফএম আব্দুল মঈন এবং প্রো-ভিসি ড. হুমায়ুন কবির কে বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। এসময় শিক্ষার্থীরা রেজিস্ট্রারকে তিন দফা দাবি আদায়ের চব্বিশ ঘণ্টা সময় দেন। তিন দফা গুলো হলো, রেজিস্টার দপ্তর থেকে কোন ফাইল ভিসি, প্রো-ভিসি বরাবর প্রেরণ করা যাবে না, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক ভিসি, প্রো-ভিসির সাথে অনলাইন/অফলাইন মিটিং করা যাবে না, ২৪ ঘন্টার মধ্যে সকল ক্লাস পরীক্ষা চালু করতে হবে।
ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. আহসান উল্লাহ বলেন, সিন্ডিকেট কতৃক অনলাইন ও অফলাইনে দুইভাবেই ক্লাস নেওয়ার অনুমতি আছে। যদিও পরিস্থিতি বিবেচনায় দুই সপ্তাহ অনলাইন ক্লাসের কথা বলা হয়েছিলো। আমার ডিপার্টমেন্ট গুলো অফলাইনে ক্লাস নেওয়ার কথা জানিয়েছে আমাকে। এখন যদি শিক্ষার্থীরা আসে তাহলে অফলাইনে ক্লাস চলবে।
বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ বলেন, আজকে আমরা ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের কে নিয়ে মিটিং করেছি। তারা সকলেই অফলাইনে ক্লাস করতে সম্মতি দিয়েছেন। এখন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে আসলে আমরা অফলাইনে ক্লাস নিবো। এছাড়াও, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আসার জন্য পরিবহন ও নিরাপত্তা নিশ্চিত করতে রেজিস্ট্রার বরাবর চিঠি প্রদান করবো।
উল্লেখ্য, উপাচার্য ও শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গত ২৮ মার্চ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরিক্ষা বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা সেশনজটের আশংকা করছে।