রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবির আইটি সোসাইটির নেতৃত্বে শিহাব-রাশেদ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৯, ২০২০
news-image

কুবি প্রতিনিধি:
কুমিল­া বিশ্ববিদ্যালয় (কুবি) আইটি সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি-২০২০ গঠন করা করেছে।

শনিবার রাতে সংগঠনটির ফেইসবুক পেইজে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন সাবেক নেতৃবৃন্দ।

আইসিটি ১০ম ব্যাচের শিক্ষার্থী মো. শিহাব উদ্দিনকে সভাপতি এবং একই বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ রাশেদুল হাসানকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে ইশতিয়াক আহমেদ, রাকিব মিয়া ও শাহাদাত হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আকিব হাসান ও নাজমুল আলম হৃদয়, সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল ইসলাম নাইম, আসমা আক্তার মুক্তা ও ফরহাদ আহমেদ, যোগাযোগ ও মিডিয়া সম্পাদক মো. আল আমিন, অর্থ সম্পাদক অর্পিতা সাহা, দপ্তর সম্পাদক সাদিয়া আফরিন জেরিন, প্রচার সম্পাদক মেহেনিগার আলম এবং ছয়জনকে কার্যকরী সদস্য নির্বাচিত করা হয়।

বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি ফাহমিদ হাসান অনিক ও সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন এ কমিটি ঘোষণা করেন। ফেসবুক লাইভে অতিথি হিসেবে ছিলেন আইসিটি বিভাগের শিক্ষক মো. রাকিব হাসান এবং সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাইয়্যেদ মাখদুম উল­াহ।

আর পড়তে পারেন