সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুবি থিয়েটারের নতুন কমিটি গঠন ।। সভাপতি মেহেদী, সম্পাদক পংকজ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১১, ২০১৮
news-image

 

শাহাদাত বিপ্লব,কুবি ঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় থিয়েটারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী হরিদাস চক্রবর্তী পংকজ।

বুধবার রাতে থিয়েটার নাইটে থিয়েটারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্যরা হলেন, রিয়াছাত তানজিম, মামুনুর রশিদ ও শহরিণ রুকাইয়া (সহ-সভাপতি), যিশু তালুকদার, মাহবুবা চৌধুরী ও দ্বীন মোহাম্মদ রাজন (যুগ্ম সাধারণ সম্পাদক), অর্ক গোস্বামী (সাংগঠনিক সম্পাদক), নাজমুল ফাহাদ (অর্থ-দপ্তর সম্পাদক), সামিহা আক্তর (প্রচার সম্পাদক), ইশতিয়াক আহমেদ (সহ-প্রচার সম্পাদক) এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন, মুন্না মনি, আহনাফ শাহরিয়ার রিকি, শারমিন আক্তার রিকি, মুস্তাফিজুর রহমান আমান, তাহরীম আহমেদ, মোহন চক্রবর্তী ও সাফায়্যেত সিফাত।

এসময় উপস্থিত ছিলেন থিয়েটারের উপদেষ্টা ও নৃবিজ্ঞানে সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী, মোহম্মদ আইনুল হক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ ও সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান প্রমুখ।

আর পড়তে পারেন