শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৫ যাত্রীর

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৬, ২০২৪
news-image

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৫ যাত্রীর

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেদা আক্তারও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন