শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ট্রেন্ডজ আউটলেটের শুভ উদ্বোধন, উদ্বোধন উপলক্ষে থাকছে ৫০% ডিসকাউন্ট

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২২, ২০২৫
news-image

কুমিল্লায় ট্রেন্ডজ আউটলেটের শুভ উদ্বোধন,উদ্বোধন উপলক্ষে থাকছে ৫০% ডিসকাউন্ট

হাবিবুর রহমান মুন্না:

জাঁকজমক ভাবে ফিতা কেটে কুমিল্লায় ট্রেন্ডজ্ এর ৫ম আউটলেটের শুভ উদ্বোধন করেন ট্রেন্ডজ এর কর্ণধার মোঃ মহসীন আলম ও আসিক রেষ্ট হাউজ এর কর্ণধার মাসুদুর রহমান।

উদ্বোধন উপলক্ষে থাকছে তিনদিন ব্যাপী up to 50 পারসেন্ট discount।

আজ বুধবার(২২ জানুয়ারি) নগরীর রানির বাজার রোডে কুমিল্লা মডার্ণ স্কুলের পাশে অবস্থিত আসিক রেষ্ট হাউজ ব্রিডিংয়ে উক্ত অনুষ্ঠানে কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও কুমিল্লার কাষ্টমার এবং ট্রেন্ডজ এর কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সময়ের সাথে সাথে ফ্যাশন পরিবর্তন ও পরিবর্ধন হয়। এই পরিবর্তিত ফ্যাশন এর নাম ট্রেন্ডজ। ট্রেন্ডজ্ মেসার্স আলম ব্রাদার্স এর একটি সহযোগী প্রতিষ্ঠান। দেশীয় বাজারে ক্রেতাদেরকে আর্ন্তজাতিক মানের পোষাকসরবরাহের লক্ষে ট্রেন্ডজ প্রতিষ্ঠিত হয়।

দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ট্রেন্ডজ এর আগমন ২০০৪ সালে। মানসম্মত ফেব্রিক্স-এ বৈচিত্র্যময় ডিজাইন ও রঙের ব্যবহারে ক্রমাগত সৃজনশীলতা বজায় রেখে চলেছে ট্রেন্ডজ এর অভিজ্ঞ ডিজাইনারস্ টিম। ঢাকা ও কুমিল্লা মিলিয়ে সর্বমোট ৫ টি ডিসপ্লে-ও সেস সেন্টার পরিচালনা করছে টেন্ডজ।
মেন্স এবং বাচ্চাদের জন্য সুলভ মূল্যে পোশাক সরবরাহ করার লক্ষে রয়েছে নতুন ব্র্যান্ড স্কাইলট।

ট্রেন্ডজ আউটলেটে রয়েছে দশ হাজারেরও বেশি ডিজাইনের বিভিন্ন কালারের পাঞ্জাবী, ফরমাল শার্ট, পলো শার্ট এবং টি-শার্ট, মেন্স ট্রাউজার রয়েছে।

আর পড়তে পারেন