বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় বিডি ক্লিন-এর পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২০, ২০২০
news-image

শরীফুল ইসলাম,চান্দিনাঃ

কুমিল্লার চান্দিনা পৌরসভা এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে চান্দিনা উপজেলায় পথচলা শুরু করে বিডি ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ‘শুরুটা এখানেই, শেষ করার দায়িত্ব আপনার’ এই স্লোগানে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে দেশের ৫৯টি জেলায় কাজ করছে ওই স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় চান্দিনা মহিলা কলেজ মিলনায়তনে উদ্বোধনের মধ্য দিয়ে চান্দিনা উপজেলায় পথচলা শুরু করে সংগঠনটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কলেজ অধ্যক্ষ মো. মামুন পারভেজ, বিডি ক্লিন এর কুমিল্লা জেলা সমন্বয়ক মো. মোসলেহ্ উদ্দিন। অনুষ্ঠানে চান্দিনা মহিলা কলেজ উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রফেসর হেদায়েত উল্লাহ্, চান্দিনা পৌরসভার সচিব মো. ইউসুফ আলী, পৌরসভার কাউন্সিলর মো. সুরুজ ভূইয়া, মো. আকতার আহমেদ নাদিম, মো. তাজুল ইসলাম, চান্দিনা পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান, বিডি ক্লিন এর সদস্য মো. রাসেল সরকার, ইসমাইল হোসেন, হানিফ মোদাব্বির, ইমরানুল হক হৃদয়, তানভীর সরকার, ফয়সাল আনাম, কুমিল্লা টিমের মেহরাব হোসেন, রুবেল মিয়া, মঞ্জুর ইসলাম, তিতাস টিমের বশির আহম্মদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সমবেত শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এসময় কলেজের শিক্ষক মন্ডলী ও ছাত্রীরাও অংশগ্রহণ করেন।

সোমবার স্বেচ্ছাসেবীরা চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ অঙ্গন, শহীদ মিনার চত্বর, মাঠ, কলেজের সম্মুখের রাস্তা ও ড্রেন পরিষ্কার করেন।

বিডি ক্লিন এর কুমিল্লা জেলা সমন্বয়ক মো. মোসলেহ্ উদ্দিন জানান, বর্তমানে সারাদেশে সংগঠনটির বিশ হাজার স্বেচ্ছাসেবী সদস্য রয়েছে।

প্রধান অতিথি চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম বলেন- ‘সংগঠনের উদ্দেশ্য মহৎ। এধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম দেখে মানুষ উৎসাহিত হবে। সবাই মিলে আমাদের দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পারলেই আগামী প্রজন্মের জন্য বসবাসোপযোগী মনোরম বাংলাদেশ গড়ে উঠবে।’

আর পড়তে পারেন