কুমিল্লায় পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও শ্রমিক সমাবেশ
কুমিল্লায় পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও শ্রমিক সমাবেশ
কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং ৯৩৮ এর অন্তর্ভুক্ত মৃত শ্রমিকদের পরিবারকে এককালীন সাহায্য, মেয়ের বিবাহের অনুদান ও পঙ্গু শ্রমিক-কে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার ৪ নভেম্বর কুমিল্লা জেলার শাসনগাছা বাস টার্মিনালে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলার আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন।
কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাদুল বারী আবু, মহানগর বিএনপি সদস্য সচিব এবং বিবেকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন।।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ রেজাউল কাইয়ূম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন এর সদস্যরা