কুমিল্লায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

“সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়”—এই হৃদয়স্পর্শী স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। পহেলা বৈশাখ উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও নানা সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
সরেজমিনে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে সজ্জিত ছিল পুরো কলেজ এলাকা। সকাল থেকেই কলেজের সামনে ছিল শিল্পী, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের প্রাণচাঞ্চল্য উপস্থিতি। শোভাযাত্রার শোভা বাড়ায় বিশাল আকৃতির প্ল্যাকার্ড, ইলিশ মাছ, হাতি, ঘোড়া, বাঘ, তরমুজ ও পরিবেশ সচেতনতামূলক ‘পানি লাগবে পানি’ প্রতিকৃতি। অংশগ্রহণকারীদের পোশাকে ছিল উৎসবের ছোঁয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিনুল কায়সার, পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক ওবায়দুল বারী আবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক মোহাম্মদ আবু রায়হান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান ও মহানগর সদস্য ইম্পা ফারহাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আলোচনায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সকল বাঙালির প্রাণের উৎসব। প্রাচীনকাল থেকেই এই ঐতিহ্যবাহী দিনটি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়ে আসছে। সকলে মিলেই এই দিনটিকে পরিণত করেছে একটি জাতীয় উৎসবে, যা বাঙালির ঐক্য, সংস্কৃতি ও মানবিক চেতনার প্রতীক।