শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ভিডিও ভাইরাল, সমালোচনার ঝড়

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৩, ২০২৪
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় আবদুল হাই কানু নামে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, আগস্টে গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত শনিবার নিজ এলাকা লুধিয়ারায় ফিরে আসেন তিনি। কিন্তু রোববার স্থানীয় কয়েকজন তাঁকে লাঞ্ছিত করে এলাকা ছাড়তে বাধ্য করেন।

ঘটনাটি ঘটে চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। ভিডিওতে দেখা যায়, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে তাঁকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয় এবং গ্রামবাসীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। ১ মিনিট ৪৬ সেকেন্ডের এ ভিডিওটি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়।

মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি। স্থানীয়দের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের ক্ষমতার প্রথমদিকে শীর্ষ নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক থাকার সুবাদে এলাকায় প্রভাব বিস্তার করেন তিনি। একসময় এক জামায়াত নেতাকে এলাকা ছাড়া করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে পরবর্তীতে শীর্ষ নেতাদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় এলাকায় অবস্থান করতে পারেননি এবং একটি হত্যা মামলার আসামি হন।

ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘রাতে ফেসবুকে ভিডিওটি দেখেছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

এ ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত সমর্থকের বিরুদ্ধে। তবে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মো. মাহফুজুর রহমান বলেছেন, ‘ঘটনার সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। প্রবাসী আবুল হাসেম আমাদের দলের কেউ নন। তবে সমর্থক হতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং দায়ীদের শাস্তি দাবি করেছেন।

আর পড়তে পারেন