বৃহস্পতিবার, ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় মেলার নামে অবৈধ লটারির টিকিট বিক্রি: এক ব্যক্তির ১০ দিনের কারাদণ্ড

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১১, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মেলার নামে অবৈধভাবে লটারির টিকিট বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে প্রশাসন।

গতকাল মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পরিমল জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদাও বাজার এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার তরু চন্দ্র মোহন্তের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার যায়েদ হোছাইন জানায়, ‘জনসাধারণকে প্রলুব্ধ করে লটারি বিক্রি করা মূলত প্রতারণার শামিল। এটি একটি আইনবিরুদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

তাই দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযানের সময় পরিমলের কাছ থেকে মেলার লটারির ১ হাজার ৫০০টি টিকিট জব্দ করা হয়। ’

তিনি আরও জানায়, ‘জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আর পড়তে পারেন