শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার আদালতে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে মামলা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২২, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
টেলিভিশনের টকশো’তে মাসুদা ভাট্টি নামের সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য রাখার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানির মামলা দায়ের হয়েছে। মামলাটি দায়ের করেন সুবীর নন্দী নামে একজন আইনজীবী।

গত রোববার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়। সোমবার মামলাটির শুনানি শেষে সিআর হিসাবে গণ্য করে অধিকতর শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা ।

আইনজীবি সুবীর নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর রাত ১২টা ২৫ মিনিটে ৭১ টিলিভিশনের ৭১ জার্নাল প্রচারিত হবার সময় বিবাদী ব্যারিস্টার মঈনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘আপনি একজন চরিত্রহীন নারী’ বলে অপদস্ত করেন, যা দেশের প্রচলিত আইনের পরিপন্থী। তিনি ইম্পটেন্ট নিউজ টুয়েন্টি ফোর নামে একটি অনলাইনের আইন উপদেষ্টা। মাসুদা ভাট্টিকে চরিত্রহীন নারী বলায় একজন সাংবাদিক হিসেবে তার মানহানী হয়েছে বলে উল্লেখ করা হয়। মামলায় মাসুদা ভাট্টিসহ ৫ জনকে স্বাক্ষী করা হয়েছে।

আর পড়তে পারেন